স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : বিএনপির উদযাপন কমিটির বৈঠক ২১ নভেম্বর
প্রথম বৈঠক ডেকেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গঠিত ‘বিএনপির উদযাপন কেন্দ্রীয় কমিটি’।
আগামী শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
উদযাপন কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালামের পরিচালনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান শায়রুল কবির খান।