আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

0

কয়েকটি জাতীয় দৈনিকে আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে যে বিষোদগার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ১৫ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“গত ১৪ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর শ্যালক জনাব মোহাম্মদ মঈনউদ্দিন ‘আল্লামা শাহ আহমদ শফি জামায়াত-শিবিরের প্রেতাত্মাদের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার’ মর্মে জামায়াত-শিবিরের বিরুদ্ধে যে বিষোদগার করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার এ মিথ্যা সংবাদটি আজ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, মোহাম্মদ মঈনউদ্দিন পরিকল্পিতভাবে দেশের মানুষের নিকট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাব-মর্যাদা নষ্ট করার হীন উদ্দেশ্য এই মিথ্যা বক্তব্য প্রদান করেছেন। আমরা তার এ মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে আল্লামা শফীর অক্সিজেন মাস্ক খুলে দেয়ার যে অভিযোগ করেছেন, তা ডাহা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। কারণ ঐ সময় জামায়াত-শিবিবের কোনো কর্মী সেখানে উপস্থিত ছিলেন না এবং থাকার প্রশ্নই আসে না। তার এ বক্তব্য পাগলেও বিশ্বাস করে না।

আমরা সংশ্লিষ্ট মহলকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার চালানো বন্ধ করতে এবং এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com