ফেক আইডি থেকে জামায়াতের বক্তব্য প্রচারের বিষয়ে বিবৃতি

0

ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ ও আইডি থেকে জামায়াতের বিষয়ে যে সব বক্তব্য প্রচার করা হচ্ছে সে বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে সম্প্রতি জামায়াতের নাম ব্যবহার করে অনেক মনগড়া বা ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দেয়া হচ্ছে। এ সব আইডি থেকে জামায়াতের নামে বিভিন্ন ধরনের অবান্তর ও অসত্য বক্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।

আমরা এর নিন্দা জানিয়ে সুস্পষ্টভাবে বলতে চাই যে, জামায়াতে ইসলামীর একটি মাত্র অফিসিয়াল ভেরিফাইড ফেইসবুক পেইজ আছে। এ ছাড়া জামায়াতের আর কোনো পেইজ বা আইডি নেই। জামায়াতের অফিসিয়াল ফেইসবুক পেইজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট এডমিন রয়েছেন। এডমিন ছাড়া জামায়াতের অফিসিয়াল ফেইসবুক পেইজ-এ কারো প্রবেশের সুযোগ নেই। প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com