কিশোর সাদাতকে তারেক রহমান এর অভিনন্দন

0

বাংলাদেশের কিশোর সাদাত রহমান আন্তর্জাতিক শান্তি পুরস্কার লাভ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

অভিনন্দন বার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সাদাত রহমান শিশুদের ‘নোবেল খ্যাত’ এই পুরস্কার লাভ করায় বাংলাদেশের জনগণ আনন্দিত ও গর্বিত। নিজ জেলা নড়াইলে একদল উদ্যমী শিশু-কিশোরদের সংগঠিত করে ‘নড়াইল ভলান্টিয়ার্স’ নামে সংগঠন গড়ে তুলে সাইবার বুলিং এর বিরুদ্ধে অ্যাপ তৈরী করে সাইবার বুলিং ও সাইবার ক্রাইম থেকে শিশু-কিশোরদের রক্ষায় যে অসামান্য অবদান রেখেছে, সেজন্য সমগ্র জাতি তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছে।

অভিনন্দন বার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘নড়াইল ভলান্টিয়ার্স’ এর সদস্যদেরকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সাদাত রহমান ও তার সহযোগিদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা এবং তাদের যেকোন মহতী ও গঠনমূলক উদ্যোগে সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com