দুই ঘণ্টায় ১৬ বুথে ৯ ভোট
ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ৩ টি কেন্দ্রের ১৬টি বুথে প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন মোট ৯ জন ভোটার।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ১০টা পর্যন্ত ওই তিনটি কেন্দ্রে খোঁজ নিয়ে এ খবর জানা গেছে।
এদিকে, প্রিজাইডিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানিয়েছেন, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এখানে সব কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।
ভোটকক্ষে ভোটার না গেলেও প্রতিষ্ঠানটির বাইরে আওয়ামী লীগের সমর্থকদের জটলা দেখা গেছে। কিন্তু কোনো বিএনপির সমর্থককে দেখা যায়নি। এমনকি কোনো বুথেই বিএনপির এজেন্ট দেখা যায়নি। সরেজমিনে নির্বাচনী কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে।
এর মধ্যে ৬ নম্বর কেন্দ্রের মোট বুথ পাঁচটি। ১ নম্বর বুথে ৪১২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন একজন, ২ নম্বর বুথে ৪১২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন একজন। এই কেন্দ্রের ৩, ৪ ও ৫ নম্বর বুথে কোনো ভোটারই ভোট দেননি। এ তিন বুথেই ভোটার ৪১২ জন করে। এ নিয়ে পাঁচ বুথে মোট পড়েছে দুটি ভোট।
এ ছাড়া ৯ নম্বর কেন্দ্রের মোট বুথ পাঁচটি। ১ নম্বর বুথে ৪০৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন একজন এবং ৫ নম্বর বুথে ৪০৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন একজন। এ ছাড়া ২, ৩ ও ৪ নম্বর বুথে ভোট দেননি কোনো ভোটার। প্রতিটি বুথেই ভোটার সংখ্যা ৪০৮ জন করে৷ এখন পর্যন্ত পাঁচ বুথে মোট দুটি ভোট পড়েছে।
এ ছাড়া ১০ নম্বর কেন্দ্রে মোট ছয়টি বুথ। এই কেন্দ্রের ২, ৩, ৪ নম্বর বুথে ভোট দেননি কোনো ভোটার। প্রতিটি বুথেই ভোটার সংখ্যা ৪১৫ জন করে। এর মধ্যে ১ নম্বর বুথে ভোট দিয়েছেন একজন, ৫ ও ৬ নম্বর বুথে ভোট দিয়েছেন দুজন করে। এই ৬ টি বুথে ভোট পড়েছে ৫ টি।
উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে মোট আটটি কেন্দ্র। ভোটার উপস্থিতি নিয়ে এই কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘ভোটার উপস্থিতি নেই বললেই চলে। হয়তো আরো পরে ভোটার বাড়বে। নাও বাড়তে পারে।’
অন্য পাঁচ কেন্দ্রে ভোটার কম
উত্তরার ৫ নম্বর সেক্টরে অবস্থিত আইইএস স্কুল অ্যান্ড কলেজে মোট পাঁচটি ভোটকেন্দ্র রয়েছে। এখানে আজ সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত এ পাঁচটি কেন্দ্রের কোনো বুথে বিএনপি প্রার্থীর কোনো এজেন্টকে দেখা যায়নি।
এর মধ্যে ১৬ নম্বর কেন্দ্রের ১ নম্বর বুথের প্রিজাইডিং কর্মকর্তা সৈয়দ শাহাদাত হোসেন আজ সকাল ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই ঘণ্টায় ভোট পড়েছে দুটি। এখানে শুধু নৌকা প্রার্থীর এজেন্ট রয়েছে।’
একই কেন্দ্রের ৩ নম্বর বুথের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক হোসাইন আজ সকাল পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘এখানে দুই ঘণ্টায় কোনো ভোট পড়েনি। শুধু নৌকা প্রার্থীর এজেন্ট রয়েছে। অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসেনি।
উত্তরার ৫ নম্বর সেক্টরে অবস্থিত স্কুলটিতে ১৫ নম্বর, ১৬ নম্বর, ১৭ নম্বর, ১৮৬ নম্বর ও ১৮৭ নম্বর কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৬ নম্বর কেন্দ্রে সকাল পৌনে ১০টার দিকে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাও এ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।