ঢাকা-১৮ উপনির্বাচন: এক বুথে দু’ঘণ্টায় ৬ ভোট

0

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রের একটি বুথে দুই ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ৬ জন। বৃহস্পতিবার রাজধানীর খিলক্ষেত কাওলার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ তথ্য জানা যায়।

কেন্দ্রের ভেতরে-বাইরে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রতি ঘণ্টায় কমিশনে আপডেট জানাচ্ছি।

কেন্দ্রটির নীচ তলার ১ নম্বর কক্ষে মহিলা ভোটার রয়েছেন ৪৩৭ জন। বেলা ৯টা ৪০ মিনিটে মাত্র ৬ টি ভোট পড়েছে বলে জানা যায় কেন্দ্র থেকে।

কাস্টিং ভোট সম্পর্কে প্রিসাইডিং কর্মকর্তা বলেন, বলার মতো অগ্রগতি হয়নি। আপনি বেলা ১২ টার পর আসলে আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো।

ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

গত ৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এতে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।

ঢাকা-১৮ আসনের সঙ্গে আজ রাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনও চলছে। সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী সেলিম রেজা। কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ আসন গঠিত। এখানে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com