অবৈধ আ.লীগ সরকার ক্ষমতায় থাকা মানেই বীর মুক্তিযোদ্ধারা অপমানিত হওয়া: দুদু

0

সরকারের বিদায় ঘণ্টা বাজিয়েই অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

গতকাল বুধবার (১১ নভেম্বর) বিকেলে সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ‘সাদেক হোসেন খোকা বাংলাদেশে একজনই। তিনি আওয়ামী লীগের সভাপতিকে নির্বাচনে হারাতে পারতেন। তিনি আন্দোলনের কারিগর ছিলেন ছাত্রজীবন থেকেই। তাকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা বললে ভুল হবে, তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরিপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। খোকা সফল মেয়র ছিলেন।’

তিনি আরও বলেন, পরিষ্কার করে আমি এক লাইনে বলি, ‘এ সরকার ক্ষমতায় থাকা মানেই বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা অপমানিত হওয়া। এ সরকার ক্ষমতায় থাকা মানে দেশের স্বাধীনতা না থাকা। সেজন্য উঠে দাঁড়াতে হবে। সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানানো হবে এ সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com