অনির্বাচিত আ.লীগ সরকার ক্ষমতায় থাকার মানে স্বাধীনতাযুদ্ধ ধুলায় লুণ্ঠিত হওয়া: দুদু
সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেই অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
তিনি বলেছেন, ‘সাদেক হোসেন খোকা বাংলাদেশে একজনই। তিনি আওয়ামী লীগের সভানেত্রীকে নির্বাচনে হারাতে পারতেন। তিনি আন্দোলনের কারিগড় ছিলেন ছাত্রজীবন থেকেই। তাকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা বললে ভুল হবে, তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরিপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি সফল মেয়র ছিলেন। আমরা তার অনুপস্থিতি হৃদয় দিয়ে অনুভব করি এ কারণে যে, দেশে গণতন্ত্র নেই, যা তার সময়ে ছিল। দেশে স্বাধীনতা নেই, যা তার সময়ে ছিল।’
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘খুব পরিষ্কার করে আমি এক লাইনে বলি, এই সরকার ক্ষমতায় থাকা মানেই বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা অপমানিত হওয়া। এই সরকার থাকা মানেই গণতান্ত্রিকামী যারা তাদের অপমানিত হওয়া। এই সরকার ক্ষমতায় থাকা মানে দেশের স্বাধীনতা না থাকা। এই সরকার ক্ষমতায় থাকার মানে স্বাধীনতাযুদ্ধ ধুলায় লুণ্ঠিত হওয়া।’
তিনি বলেন, ‘যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে ভোটাধিকার থাকে না, নিরাপত্তা থাকে না, মানুষের অধিকার থাকে না। সেজন্য উঠে দাঁড়াতে হবে। সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানানো হবে এই সরকারের বিদায় ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী খোকাপুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কৃষকদলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম, মিয়া মোহাম্মাদ আনোয়ার, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।