দেশে কারও কোনও নিরাপত্তা নেই: আলাল

0

দেশে কারও কোনও নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, ‘আজ পুলিশ পাবলিককে পিটিয়ে মেরে ফেলেছে। পাবলিক হসপিটালে পুলিশকে পিটিয়ে মেরে ফেলেছে। কী একটা অবস্থা চলছে দেশে। কার কোথায় নিরাপত্তা? দেশে কারও কোনও নিরাপত্তা নাই।’

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার আন্দোলন এর উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলাল বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, ৭০ এর নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে শান্তিপূর্ণভাবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। পাকিস্তানি শাসকরা সেটা করলো না। না করার কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে এমন একটা অবস্থা তৈরি করলো যে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়লো। অনিবার্য অবস্থায় রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব ছিল শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের। কিন্তু তারা সেই দায়িত্ব পালন করতে পারল না। হঠাৎ করে এসেই সেটা পালন করলেন এক মেজর (জিয়াউর রহমান)। আওয়ামী লীগের ভাষায় ৪০০ টাকা বেতনের সেই মেজর জিয়াউর রহমান।’

তিনি বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পরে রক্ষীবাহিনীকে প্রথম ইনডেমনিটি দেয়া হয়েছিল। জহির রায়হান এটা ঠিকই বলেছেন- প্রথম ক্রসফায়ার সিরাজ সিকদার। অন্য প্রসঙ্গ নাই বললাম, শহীদ মিনারে ফুল দিতে ভোররাতে কোনও মেয়েরা যেতো না যুবলীগের পাণ্ডাদের ভয়ে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রীকেও যৌন নির্যাতন করা হয়েছিল তখন। অর্থাৎ সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা অচল হয়েছিল শেখ মুজিবুর জীবিত থাকাবস্থাতেই। তাঁর নেতৃত্বে বলবো না, তবে সম্মতিতে।’

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ মুজিব বেঁচে থাকলে দেশের নাকি আরও বেশি অগ্রগতি হতো। আমরা আপনার (প্রধানমন্ত্রী) এই কথাটি গল্পের মত মনে করি। কারণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশটাকে যেখানে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার রাস্তা তিনি রাখেন নাই। সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিক, কিন্তু বাকশাল কায়েম করে, বিচার বিভাগকে কুক্ষিগত করে, সংবাদপত্র বন্ধ করে, সমস্ত দল নিষিদ্ধ করে এমন একটা অবস্থা তৈরি করা হলো যেখানে স্বাধীনতার আর কোনও মানেই থাকলো না। সেই বাকশালী সরকারের রাষ্ট্রপতি হলেন শেখ মুজিবুর রহমান এবং তিনি যে পর্যন্ত জীবিত থাকবেন সেই পর্যন্ত এই পদে বহাল থাকবেন এবং তিনি নির্বাচিত হয়েছেন এটা সবাই যেন মনে করে। তার অর্থ কি? আমরা ভোটার অধিকার হারালাম। যেটার জন্য স্বাধীনতার যুদ্ধ সেটা শেখ মুজিবুর রহমান নিজেই নষ্ট করে দিলেন।’

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দ্বিতীয় আরেকটি পয়েন্ট সেটা হল রাষ্ট্রের নাগরিকদের প্রজা বানিয়ে দেয়া হলো। কিভাবে বানালো। নাগরিকদের ভোট দেয়ার দরকার নাই। যতদিন শেখ মুজিবুর রহমান জীবিত থাকবেন ততদিন তিনি ওই পদে বহাল থাকবেন এবং আমরা ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করেছি এটাই মনে করতে হবে। তার অর্থ কি? রাজতন্ত্র, শেখ মুজিবুর রাজা হয়ে গেলেন, আর নাগরিকরা কি হলেন, প্রজা। সংবিধানে নাগরিকদের তিনটি মৌলিক অধিকার আছে, সেই ধারাটিও তখন রহিত করা হয়েছিল।’

তিনি বলেন, ‘যখন বাকশাল কায়েম করা হল তখন কথায় কথায় শেখ মুজিবুর রহমান বলতেন, ‘পাকিস্তানিরা সব নিয়ে গেছে। কেউ পায় তেলের খনি, সোনার খনি, হীরার খনি আমি পেয়েছি চোরের খন ‘। কথায় কথায় তিনি বলতেন, ‘আমি বিদেশ থেকে এত কষ্ট করে চেয়ে নিয়ে আসি আর চাটার দল সব খেয়ে ফেলে‘। এই চাটার দলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হলো না। পুরো চাটার দলকে বাকশালে অন্তর্ভুক্ত করা হলো। তিনি চোরদের সাথে নিয়ে চাটাদের রাজা হলেন। আর নাগরিকরা হলো প্রজা। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকারদের বিচারের অধিকারটাও রদ করলো। গুম-খুন-দুর্ভিক্ষ তো রয়েছেই। সেখান থেকে দেশটাকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনার দিনটি হচ্ছে ৭ নভেম্বর।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির শাসনামলে বিএনপি সরকার কোনও ভুল করে নাই, এটা যে বলবে তার সাথে আমি দ্বিমত করি। ভুলবিহীন সরকার পৃথিবীতে কখনও কোথাও থাকে না। কিন্তু আমার কথা হচ্ছে সেই ভুলগুলো কি ইচ্ছাকৃত? না ভুলবশত? বা সেইসব ভুলের মাত্রা কতটুকু? আজকের প্রথম আলো’তে একটা নিউজ হয়েছে, স্বাস্থ্যখাতে যে দুর্নীতি সেটা সরকার ইচ্ছাকৃতভাবে করেছে এবং তাদের নিজস্ব লোকদের লাভবান করার জন্য করেছে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাইয়েদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও মহাসচিব এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com