ভিপি নুরের নেতৃত্বে নূর চত্বরে শ্রদ্ধা
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অবিস্মরণীয় ব্যক্তি শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে নুর চত্বরে পুস্পস্তবক অর্পন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানী পল্টন মোড় থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে কয়েক শতাধিক নেতকর্মীকে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় তারা নুর হোসেন চত্বরে পুস্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমানসহ কয়েক শতাধিক নেতা-কর্মী।
শহীদ নুর দিবস নিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সোহরাওয়ার্দী শুভ বলেন, ‘নুর হোসেনের আত্মত্যাগ আমাদেরকে শিখিয়েছে, শুধু ব্যক্তি স্বৈরাচার সরিয়ে স্বৈরতন্ত্রের অবসান হয়না। বরং এক স্বেরাচারের আদলে আরেক বিপদজনক স্বৈরাচার বসে পারে। সেই বিপদজনক ক্ষমতা দখলকারী স্বৈরাচারের অবসান ঘটাতে হবে।’
‘ স্বৈরতন্ত্র রাষ্ট্রব্যবস্থার সংস্কার করে মুক্তিযুদ্ধের স্বপ্নের সাম্য, মর্যাদা ও ন্যায়বিচারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের বিজয়ী হতে হবে ’
উল্লেখ্য, শহীদ নুর হোসেনের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক লে. জে. হুসাইন মুহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে নুর হোসেন শহীদ হন।
এরশাদের সামরিক স্বৈরশাসনের অবসানে গড়ে ওঠা রাজপথের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ‘১৯৮৭ সালের ঢাকা ঘেরাও কর্মসূচি দেওয়া হয়। ওই দিন এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক দল, সামাজিক, সাাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং শ্রেণি পেশার মানুষ রাজপথে নামে। রাজধানী ঢাকার রাজপথে স্বৈরাচারর পদত্যাগের দাবিতে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে নূর হোসেন আত্মহুতি দেন।