‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন কমিটি গঠন করেছে বিএনপি
বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ উপলক্ষে ‘সুবর্ণজয়ন্তী উদযাপন’ কমিটি গঠন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহবায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে সদস্যসচিব করে ১১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যবৃন্দ, যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ সহ অন্যান্যরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি প্রয়োজনে যেকোনো নেতৃবৃন্দ বা ব্যক্তিকে কো-অপট করতে পারবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন। দলের কেন্দ্রীয় কার্যালয় ও চেয়ারপারসনের কার্যালয় কমিটিকে সাচিবিক সহয়তা প্রদান করিবে।