কাশ্মীরের জনগণকে অধিকার না দিয়ে মরতে চাই না: ফারুক আব্দুল্লাহ

0

ভারত দখলকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ বলেছেন, আমাদের পাকিস্তানি বলা হচ্ছে, যদি আমরা চাইতাম তাহলে ১৯৪৭ সালেই পাকিস্তানের সাথে যেতে পারতাম। আমরা নিজেদেরকে বিজেপির ভারত নয়, মহাত্মা গান্ধীর ভারতের সাথে যুক্ত করেছি। তারা যদি আমাকে হত্যা করতে চায় হত্যা করতে পারে। কিন্তু বাঁচা ও মরার বিষয়টি উপরওয়ালার হাতে আছে। যদিও আমার বয়স ৮০ বছরের বেশি, তবুও আমি এখনও জওয়ান। কাশ্মীরের জনগণকে তাদের অধিকার না দিয়ে আমি মরতে চাই না। আমি বিজেপিকে ভয় পাই না, বিজেপিকে যদি নিজের বাহাদুরি দেখাতে হয় তবে সীমান্তে গিয়ে দেখাক, এখানে নয়।

শুক্রবার (৬ নভেম্বর) কাশ্মীরে শের-ই-কাশ্মীর ভবনে দলীয় কর্মীদের সামনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

ডা. ফারুক আব্দুল্লাহ বলেন, বিজেপি কাশ্মীরের জনগণের সাথে জমি ও চাকরি সুরক্ষার মিথ্যা দাবি করেছে। কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনতে পারে নি। বিজেপি ভোটের জন্য কাশ্মীরি পণ্ডিতদের ব্যবহার করেছে। ট্রাম্পের মতো বিজেপি সরকারও বিদায় নেবে।

তিনি বলেন, আমাদের লড়াই একটি আদর্শের বিরুদ্ধে। বিজেপি জনগণকে কেবল ভোটের জন্য ব্যবহার করেছে। ন্যাশনাল কনফারেন্স কখনও দেশবিরোধী হয়নি। বিজেপি বেইমানদের কেনার কাজ করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com