শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ ৩ যাত্রী আটক

0

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৫৬০ গ্রাম স্বর্ণসহ তিন যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের কাস্টম হাউস। এ সময় তাদের কাছ থেকে ১০টি বিদেশি মোবাইলও জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং- বিজি২২২ এর মাধ্যমে সিলেট থেকে ঢাকায় এসেছিলেন ওই তিন যাত্রী। তারা হলেন- আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনু ও সাইফুল ইসলাম।

বিমানবন্দরের কাস্টম হাউস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করছিলেন ঢাকার কর্তব্যরত কাস্টম কর্মকর্তারা। আজ সকাল সাড়ে ১১টার দিকে সিলেট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং- বিজি২২২ শাহজালালে পৌঁছায়। এ সময় তিন যাত্রীকে চ্যালেঞ্জ করেন কর্মকর্তারা। পরে তাদের দেহ তল্লাশি করে ২ কেজি ৫৬০ কেজি স্বর্ণ ও ১০টি বিদেশি মোবাইল পাওয়া যায়।

আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা। আটককৃত যাত্রীদের পুলিশে সোপর্দকরণসহ আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে কাস্টম হাউস।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com