বড় বাজেটের আট সিনেমার হালচাল

0

করোনার মধ্যে থমকে গিয়েছিল সিনেমা অঙ্গনের প্রায় সবকিছুই। সিনেমার শ্যুটিং, নতুন সিনেমার মুক্তি পিছিয়ে গিয়েছিল একের পর এক। বন্ধ হয়ে গিয়েছিল সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলো। এখন ধীরে ধীরে সব চালু হলেও বড় বাজেটের সিনেমাগুলো মুক্তির খবর নেই। অথচ এগুলো ঘিরেই জমে ওঠে সিনেমা হল।

মিশন এক্সট্রিম

বাংলাদেশ পুলিশের মিশন নিয়ে তৈরি প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় একই ধাঁচের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি। শুরু থেকেই দর্শক এই সিনেমার জন্য অপেক্ষা করছেন। প্রথম কিস্তি মুক্তির আগেই দ্বিতীয় কিস্তিুর শ্যুটিংও শেষ করা হয়েছে। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, সুষমা সরকার, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম প্রমুখ। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশীর। বাংলাদেশ ও দুবাই মিলিয়ে দুই পর্বে সিনেমাটি শ্যুটিং হয়েছে। নানা কারণে একাধিকবার সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে যায়। সিরিজটির পরিচালক ও গল্পকার সানী সানোয়ার বলেন, ‘মিশন এক্সট্রিম’-এর প্রথম পর্ব মুক্তির জন্য একেবারেই প্রস্তুত। কিন্তু এত বড় বাজেটের সিনেমা এখন মুক্তি দেওয়া ঠিক হবে না। তাই আমরা সময় নিতে চাই।’

অপারেশন সুন্দরবন ও ঢাকা ২০৪০

‘ঢাকা অ্যাটাক’ নির্মাণ করে দর্শকের বিশেষ আস্থা অর্জন করেছেন নির্মাতা দীপংকর দীপন। এরপর তিনি দুটি ব্যয়বহুল তারকাসমৃদ্ধ সিনেমার ঘোষণা দেন। আগে ‘ঢাকা ২০৪০’-এর ঘোষণা এলেও প্রযোজক সময় নিয়ে কাজটি করতে চান বলে এ সিনেমার কাজ এখনো অনেক বাকি আছে। এ সিনেমায় অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। আর সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, রিয়াজ, মনোজ অভিনীত ‘অপারেশন সুন্দরবন’-এর কাজ প্রায় শেষ। আর মাত্র দুদিন শ্যুটিং করেই পুরো টিম খুলনা থেকে ঢাকা ফিরে আসবে। এই সিনেমার একাধিক তারকা বলেছেন, এটি দেশের অন্যতম ব্যয়বহুল সিনেমা। পরিচালক দীপন বলেন, ‘আমাদের ইচ্ছা অপারেশন সুন্দরবন ২৬ মার্চ মুক্তি দেওয়ার। আশা করছি তত দিনে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আর যদি করোনার সেকেন্ড ওয়েভটা বড় আকার ধারণ করে তাহলে হয়তো মুক্তির তারিখ পিছিয়ে দেব।’

নবাব এলএলবি

দীর্ঘদিন পর সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সঙ্গে আরও আছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তাই শুরু থেকেই অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। সিনেমাটি কোরবানির ঈদে মুক্তির কথা ছিল। কিন্তু শ্যুটিং শেষ করা যায়নি। এরপর কথা ছিল সিনেমাটি অক্টোবরে মুক্তি পাবে। কিন্তু নায়িকার ভিসা জটিলতার কারণে আরও একদফা কাজ পিছিয়ে যায়। সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে পরিচালক মামুন বলেন, ‘সিনেমার পুরো শ্যুটিং, ডাবিং, এমনকি পোস্ট প্রোডাকশনের অনেক কাজ শেষ। শুধু বিদেশে গানের শ্যুটিং করতে হবে। সব ঠিক থাকলে ১০ থেকে ২০ নভেম্বরের মধ্যে শ্যুটিং শেষ করে এ মাসেই সিনেমাটি আই থিয়েটার নামের নতুন ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি দেব। সিনেমাটি সম্পূর্ণভাবে এই অ্যাপের জন্যই বানানো। সুতরাং পরে সিনেমা হলে মুক্তি দেওয়ার কোনো ইচ্ছা নেই।’

পরাণ ও ইত্তেফাক

তরুণ নির্মাতা রায়হান রাফির সিনেমার প্রতিও দর্শকের আগ্রহ ভালো। তার ‘পরাণ’ সিনেমার সব কাজ শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরিফুল রাজ। রাফি বললেন, ‘কেবল তো সিনেমা হল খুলল। আরও কিছুদিন দেখি। ইচ্ছে আছে ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে সিনেমাটি সেন্সরে পাঠানোর। হয়তো ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। আর আমি এখন “দামাল” নামের একটি সিনেমা শুরু করছি। সেটি শেষ করে সিয়াম-মিমকে নিয়ে “ইত্তেফাক”-এর কাজ শুরু করব। এ ছাড়া শিগগিরই অনলাইনে মুক্তি পাচ্ছে আমার সিনেমা “জানোয়ার”।’

বিশ্বসুন্দরী

শাকিব খান, আরিফিন শুভর পর যারা ঢালিউডে এসেছেন তাদের মধ্যে সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়ক সিয়াম আহমেদ। অন্যদিকে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমাটি করার পর চিত্রনায়িকা পরীমনির সিনেমার প্রতিও দর্শকের অন্য রকম আগ্রহ রয়েছে। সিয়াম-পরীমনি জুটির প্রথম সিনেমা ‘বিশ^সুন্দরী’ নিয়েও তাই দর্শকের আগ্রহ আছে। করোনা পরিস্থিতির জন্য সিনেমা হল বন্ধ হওয়ার আগেই সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল ‘বিশ্বসুন্দরী’র। কিন্তু করোনায় আটকে যায়। হল খুললেও এখন ছবিটি খুব শিগগির রুপালি পর্দায় আসছে না বলে জানালেন এর পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘হল খোলার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু “বিশ্বসুন্দরী” এখন মুক্তি পাবে না বলে জানিয়েছেন প্রযোজক। শুনছি বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে। তবে সিনেমা মুক্তির সম্পূর্ণ অধিকার প্রযোজকের। সান মোশন পিকচার যখন চাইবে, তখনই সিনেমাটি মুক্তি পাবে।’ করোনা পরিস্থিতির জন্য চয়নিকা চৌধুরী নতুন আর কোনো কাজে হাত দেননি। তিনি বলেন, ‘শীতের মধ্যে করোনা আরও ছড়াবে। তাই বাইরে কাজ করতে ভয় পাচ্ছি।’ এমন সময়ে সিনেমা মুক্তি দেওয়া ঠিক কি না জানতে চাইলে চয়নিকা বলেন, ‘আমার মনে হয় বিশ^সুন্দরী যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া উচিত।’

বিদ্রোহী

শাকিব খানের প্রায় সব সিনেমাই বড় বাজেটে নির্মাণ করা হয়। তার মুক্তির প্রতীক্ষিত ‘বিদ্রোহী’ সিনেমাটি নিয়েও তাই দর্শকের আগ্রহ রয়েছে। এতে তার নায়িকা শবনম বুবলি। সিনেমাটি মুক্তির জন্য একেবারেই প্রস্তুত। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি এখনই মুক্তি দিতে চান না প্রযোজক সেলিম খান। এই প্রযোজক বলেন, ‘নতুন ছবি বিদ্রোহী মুক্তি দেব না। আরও সময় নেব। করোনা পরিস্থিতি বুঝতে চাই। তারপর মুক্তির সিদ্ধান্ত নেব। তা ছাড়া দর্শকের হলে ফেরার আগ্রহটাও একটু দেখতে চাই।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com