বাইডেন জিতলেই যা করবে ট্রাম্প

0

ট্রাম্পের প্রচারণা দলের আইনি প্রস্তুতি, বাইডেন জিতলেই করবে চ্যালেঞ্জ

শুক্রবার এই ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে প্রচারণা দলটি। তারা বলছেন, বাইডেনকে জয়ী ঘোষণা করা যেকোনও পূর্বাভাষ অবশ্যই মিথ্যা এবং বাস্তবতা বিবর্জিত। প্রচারণার কনসাল জেনারেল ম্যাট মরগান বলেন, নির্বাচন শেষ হয়নি। ৪ রাজ্যে বাইডেনের এগিয়ে থাকার খবর সর্বৈব মিথ্যা। -সিএনএন, এবিসি

মরগান বলেন, জর্জিয়ার পুন:গণনার প্রস্তুতি চলছে। কারও কারও আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে, একজন প্রার্থী জিতে গেছেন। পেনসেলভেনিয়ায় প্রচুর অনিয়ম হয়েছে। আমাদের পোলিং এজন্টদের ভোট গণনার সময় থাকতে দেয়া হচ্ছে না। সিএনএনসহ বেশ কিছু গণমাধ্যম অবশ্য বাইডেনকে একটি রাজ্যে বিজয়ী ঘোষণা করেননি। কারণ, অ্যারিজোনায় আনুষ্ঠানিক ফল প্রকাশ পায়নি। তবে কিছু গণমাধ্যম বলছে বাইডেন ২৬৪ ইলেক্টোরাল ভোট পেয়ে গেছেন। এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ট্রাম্প সমর্থকরা। এসব গণমাধ্যমের পক্ষে আছে ট্রাম্পের প্রিয় চ্যানেল ফক্সও।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com