জর্জিয়ায় ট্রাম্পের চেয়ে ৯১৭ ভোটে এগিয়ে বাইডেন; স্পেকটেটর ইনডেক্সের তথ্য

0

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গণণা এখনও চলছে। খুব শিগগিরই জর্জিয়া অঙ্গরাজ্যের ভোট গণনা শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। স্পেকটেটর ইনডেক্স নামের একটি গণমাধ্যম জানিয়েছে, এরইমধ্যে ট্রাম্পকে সেখানে পেছনে ফেলেছেন বাইডেন।

এই মিডিয়া এক টুইটার বার্তায় জানিয়েছে, বাইডেন সেখানে ৯১৭ ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন। ভোটে বাইডেনের এগিয়ে যাওয়ার যে প্রবণতা এর ফলে ব্যবধান আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

জর্জিয়া অঙ্গরাজ্যে ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। ফলে এই রাজ্যে বিজয় অর্জিত হলে বাইডেনের হোয়াইট হাউসে প্রবেশ নিশ্চিত হবে। তবে এর পাশাপাশি তাকে অ্যারিজোনাতেও জয় ধরে রাখতে হবে। অ্যারিজোনাতে বাইডেন জিতবেন এটা ধরে নিয়ে তার ইলেকটোরাল ভোট দাঁড়িয়েছে ২৬৪।

কিন্তু অ্যারিজোনাতে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ভোটের ব্যবধান আগের চেয়ে কমেছে। তবে এখনও বাইডেনের বিজয়ের সম্ভাবনাই বেশি।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ ও এসোশিয়েটেড প্রেস আরও আগেই তাদের নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতে ঘোষণা করেছে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ১১টি ইলেকটোরাল ভোট বাইডেনের ঝুলিতে যাবে। বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন বলে যে খবর বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে তা অ্যারিজোনায় বাইডেনের বিজয় ধরে নিয়ে হিসাব করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com