আদাবর থানা আ.লীগ নেতা অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

0

রাজধানীর আদাবর থেকে অস্ত্র ও ইয়াবাসহ মনিরুজ্জামান মনির ওরফে কালা মনিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। তিনি মোহাম্মদপুরের আবাসিক এলাকা ঢাকা উদ্যানের সভাপতি। জানা যায়, তিনি আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় মনিরের সহযোগী বাবুকেও মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছেও মাদক পাওয়া গেছে।

র‍্যাবের দাবি, মনিরুজ্জামান মোহাম্মদপুরের ভূমিদস্যু, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। 

মনিরুজ্জামান মনিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। 

র‍্যাবের দাবি, মনিরের বিরুদ্ধে মোহাম্মদপুরের শেখেরটেক ও বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যানসহ আশপাশের এলাকায় দখল, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় ৭৫টি মামলা রয়েছে। চাঁদাবাজি পাশাপাশি মনির কক্সবাজার থেকে ইয়াবার চালান ঢাকায় এনে ব্যবসা করতো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com