আ.লীগ যদি নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করতো, তাহলে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা করতো না
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী সেলিম রেজার নির্বাচনী সভায় হামলার অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যার আগে সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছায় বিএনপি ধানের শীষের নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করতো, তাহলে বিএনপির নির্বাচনী প্রচারণা সভায় হামলা করতো না। বিএনপির নির্ধারিত সভায় তারা লাঠিসোটা নিয়ে আক্রামণ করতে পারতো না। আমরা মনে করি এটা ষড়যন্ত্রের নির্বাচন।
এ সময় বিএনপির প্রার্থী সেলিম রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু প্রমুখ বক্তব্য রাখেন।