ভয়ে শাকিব
মাত্র কয়েক মাস আগের কথা। গোটা দেশ থমকে দাঁড়িয়েছিল করোনা প্রাণ সংহারি আগ্রাসনে। দেশের অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে শোবিজ অঙ্গনেও স্থবিরতা নেমে এসেছিল। পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় আবারও ধীরে ধীরে সবকিছু সচল হতে শুরু করেছে। তবে এরইমধ্যে শীত মৌসুম সামনে রেখে আবারও করোনার সংক্রমণে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
করোনার কারণে মাসের পর মাস ঘরবন্দি অবস্থায় ছিলেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। ঢাকাই নায়ক শাকিব খানও সব ধরনের শুটিং স্থগিত করেছিলেন। এরইমধ্যে স্বাস্থ্যবিধি মেনে আবারও শুটিংয়ে ফিরতে শুরু করেন তিনি।
তবে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় ভয়ে শুটিংয়ে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছেন শাকিব। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন।
গেল বছরের শেষ দিকে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবির কাজ শেষ করেন শাকিব। ছবিটিতে শাকিবের নায়িকা নবাগতা জাহারা মিতু। ক্যাসিনোকাণ্ডে সেই ছবির প্রযোজক এনামুল হক আরমান গ্রেফতার হলে ছবির কাজ বন্ধ হয়ে যায়।
এরপর শাকিব নিজেই সেই ছবির দায়িত্ব নেন। দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণাধীন ছবিটির কাজও এরইমধ্যে প্রায় শেষ হয়েছে। তবে শেষ অংশের কাজে করোনার ভয়ে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন শাকিব খান।
পরিচালক বলেন, ‘‘আগুন’ ছবির কাজ প্রায় শেষ। শুধু শাকিব খানের কিছু অংশের শুটিং বাকি আছে। তবে গত কয়েকদিনে আমাদের সেটের কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ায় শিল্পীরা অভিনয়ে অংশ নিতে চাচ্ছেন না। তারা ভয় পাচ্ছেন। তারা আরও কয়েকদিন সময় নিতে চাচ্ছেন।’
বড় বাজেটের ছবি বলেই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘আগুন’ মুক্তি দেয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন বদিউল আলম খোকন।