খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

0

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর ব্রাদার্স ক্লাব মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে মরহুম সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। মৃত্যুর এক বছর পরও যেন প্রিয় খোকা ভাই রয়ে গেছেন সবার হৃদয়ে। তাই তো মোনাজাতে ব্রাদার্স ক্লাব মাঠে কান্নার রোল পড়ে যায়। কিছুক্ষণের জন্য ভারী হয়ে ওঠে ব্রাদার্সের আশপাশ। মিলাদে সাদেক হোসেন খোকার আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তার ভক্ত অনুরাগীরা অংশ নেন।

Khoka

এর আগে বেলা ১১টায় তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন পরিবার, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক নেতারা। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

পরে জুরাইন কবরস্থানের পাশের মসজিদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০১৯ সালের এই দিনে সবাইকে ছেড়ে পরপারে চলে যান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার থেকে জননেতা হয়ে ওঠা সাবেক অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com