বাংলাদেশ নামক রাষ্ট্র আজ দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে: রব

0

‘গেরিলারা যুদ্ধ না হলে দেশ স্বাধীন হতো না’ গতকাল বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মরণে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জেএসডির সভাপতি আসম আবদুর রব গেরিলা মুক্তিযোদ্ধা খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘আজকে অনেকে মুক্তিযুদ্ধের কথা বলেন, তারা মুক্তিযুদ্ধ করেও নাই, দেখেনও নাই। আমাদের মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধ না হলে কনভেনশন ওয়ারে পাশের দেশের সীমানার মধ্য থেকে যুদ্ধ করলেও বাংলাদেশ স্বাধীন হতো না। দিস ইজ রিয়েলিটি।’

‘আমি-খোকা আমরা একসাথে মাঠে-ময়দানে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমি সেই খোকাকে সালাম করি। সশস্ত্র মুক্তিযুদ্ধে জীবনকে বাজী রেখে দেশমাতৃকার জন্য যে ভূমিকা গ্রহণ করেছেন। দুর্ভাগ্য তার একজন মুক্তিযোদ্ধা হয়ে দেশ স্বাধীন করার জন্য জীবন দিতে গেলেও, সেই মুক্তিযোদ্ধা তার নিজের মাটিতে এসে তার প্রাণ ত্যাগ করার সুযোগটা হলো না এই সরকারের কারণে।’

তিনি বলেন, ‘আজকে ঢাকা শহরে আমরা মুক্তিযোদ্ধাদের নামে যে বিভিন্ন রাস্তার নাম দেখি, অধিকাংশ রাম্তার নাম তার দলের নেতার নামে নয়- এই ইতিহাসটা সৃষ্টি করেছেন অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। এর পরে আর কেউ এটা কনটিনিউ করেননি।’

‘সাদেক হোসেন খোকাকে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে চিরদিনের জন্য বাংলাদেশের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। যুদ্ধের পরে তিনি রাজনৈতিক দলে যোগদান করেন। তিনি স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নিজের বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এই রাষ্ট্র আজ দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্রকে উদ্ধারের জন্য খোকার মতো মানুষের আজকে প্রয়োজন ছিলো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com