আ.লীগ সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

0

সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মরণে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘ যখন আমরা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে বাস করছি, যথন এই সরকার একটা দানবের মতো আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করে দিচ্ছে, গণতন্ত্রের যে সংগ্রাম তাকে ধবংস করে দিচ্ছে।”

‘‘ তখন তাকে(সাদেক হোসেন খোকা) আমাদের প্রয়োজন ছিলো দেশনেত্রীকে মুক্ত করবার জন্য, দেশকে মুক্ত করবার জন্য, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য।”

খোকার বর্ণাঢ্য জীবনকর্ম তু্লে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ তিনি(সাদেক হোসেন খোকা) আজীবন এক সংগ্রামী মানুষ। তার এই হঠাৎ করে চলে যাওয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে অনেকখানি ব্যাহত করবে-এই একথা আমার বলতে কোনো সন্দেহ নেই। তার সাহস, তার ধরয্য, তার দেশপ্রেম আমাদের প্রয়োজন ছিলো আজকে।”

‘‘আসুন আমরা সবাই আজ শুধু তাকে স্মরণ নয়, তার যে কাজ, তার যে পথ চলা, তার যে সংগ্রাম তাকে সামনে নিয়ে আমরা তার মতো সাহসিকতা সঙ্গে এই গণতন্ত্রকে মুক্ত করবার চেষ্টা করি, দেশনেত্রীকে মুক্ত করবার চেষ্টা করি, সত্যিকার অর্থে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি।”

খোকার সাথে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি চারণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘ আমরা মনে আছে তার(সাদেক হোসেন খোকা) মৃত্যুর কিছুদিন আগে আমি নিউইয়র্ক গিয়েছিলাম তার সঙ্গে দেখা করার জন্যে। তখন তার শরীর খুব খারাপ হয়ে গেছে- বলা যায় তার শরীর কাঠ হয়ে গেছে। তিনি আমাকে তার উপরের ঘরে নিয়ে গেলেন- অনেক কথা বললেন। আমাদের তিনি কয়েকটা পরামর্শ দিয়েছিলেন যে, আপনি কখনো ধৈর্য্য হারাবেন না, বিএনপির যে সংগ্রাম, গণতন্ত্রের যে সংগ্রাম- এই সংগ্রাম একদিনে শেষ হবে না, বেশ একটা দীর্ঘস্থায়ী সংগ্রাম।”

‘‘ এই সংগ্রামে সবচেয়ে যে জিনিস দরকার হবে তা হচ্ছে ধৈর্য্য আর সমস্ত মানুষকে সম্পৃক্ত করা, সমস্ত শক্তিকে সম্পৃক্ত করা আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করা। তিনি বলেছিলেন, দেশনেত্রীকে মুক্ত না করলে আন্দোলন বেগবান হবে না।”

‘করোনার শঙ্কা’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘আপনারা সুস্থ থাকুন- একথা বার বার করে এজন্য বলছি যে, আমাদের অনেক নেতা, অনেক কর্মী কিন্তু এখন অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে জেলা নেতারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছেন, কোভিডে আক্রান্ত হচ্ছেন।’

‘‘ সেজন্য সবাই পারদপক্ষে সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদ থাকবেন- এই দোয়া চেয়ে আল্লাহ কা্ছে, সবাই আল্লাহ সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।”

সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্র থেকে কয়েকবার লন্ডনে এসে দলকে সংগঠিত করার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ করার কথাও বলেন বিএনপি মহাসচিব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com