হাসপাতালে অবহেলা ও ‘অক্সিজেনের অভাবে’ মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু!

0

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অবহেলা ও অক্সিজেনের অভাবে আব্দুস সাত্তার নামে এক মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।  এনিয়ে নিহতের স্বজনরা ও মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি করেছেন।

স্বজনরা জানান, গত রবিবার ঠাকুরগাঁও সদরের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের স্ত্রী আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়।  তার অবস্থার অবনতি হলে রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  এ সময় কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে অক্সিজেন দিতে বললেও নার্স-আয়ারা কেউই তার ব্যবস্থা করেনি।  এতেকরে সোমবার তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা। 

মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, অক্সিজেনের জন্য ৪০০ থেকে ৫০০ টাকা লাগে, এর অভাবেই কেটে যায় সময়টা।  স্যালাইনের ওপর পড়ে ছিল কাল থেকে।  কোনো খোঁজখবর নেয়নি নার্সরা।  

নিহত আমেনা বেগমের মেয়ে আনোয়ারা বলেন, আমার মা অক্সিজেনের অভাবেই মারা গেছেন।

আরেক স্বজন জানান, রোগীকে এ হাসপাতালে ভর্তির পর অক্সিজেন লাগাতে হবে বলেছেন চিকিৎসক।  
চিকিৎসক এ পরামর্শ দেয়ার পর কাল থেকে অক্সিজেন চেয়ে আমরা হয়রানি হয়েছি।  নার্সরা বলেন দেয়া সম্ভব না।  সাপ্লাই নাই, কারটা খুলে কাকে দিবো?

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রস্তম আলী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com