করোনায় আক্রান্ত বিএনপির একাধিক শীর্ষনেতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনসহ-আরও একাধিক শীর্ষনেতা মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত সহ-কারী জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই ডাক্তারের পরামর্শে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং তার স্ত্রী বেগম রহিমা শাহজাহানের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। তারা দুজনেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ৩ নভেম্বর ডাক্তারের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। গত ৩০ অক্টোবর করোনা পরীক্ষায় পজিটিভ আসার পর বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঢাকার ধানমন্ডির তার নিজ বাসায় সঙ্গনিরোধ অবস্থায় রয়েছেন।