গর্তে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
বগুড়ার ধুনটে মোটরসাইকেলসহ রাস্তার পাশে গর্তে পড়ে উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল সালাম শেখ (৫৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার চান্দিয়াড়-পেঁচিবাড়ি সড়কের জালশুকা গ্রামের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা-বিশ্বহরিগাছা গ্রামের মোমতাজ আলী শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
ধুনট থানা পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল ছালাম বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে একই এলাকার বিলকাজুলী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জালশুকা গ্রামের সেতুর কাছে পৌঁছলে সড়কের পাশে গর্তে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি নিহত হন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।