সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়া কামনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (০২ নভেম্বর) দুপুরে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর করোনা উপসর্গ দেখা দেয়ায় রোববার (০১ নভেম্বর) পরীক্ষার জন্য নমুনা দেন। রাতেই তার ফলাফল পজিটিভ আসে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘রোববার হঠাৎ করেই কিছুটা অসুস্থবোধ হলে চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসক আমার নমুনা সংগ্রহ করে রাতেই পরীক্ষা করান। করোনা পজিটিভ হলেও এখনো স্বাভাবিক অবস্থায় আছি। বর্তমানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছি। দেশবাসীর প্রতি দোয়া কামনা করছি’।