আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ হৃদরোগে আক্রান্ত
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৮ অক্টোবর মধ্যরাতে তিনি হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
স্বাধীনতা ফোরামের উদ্যোগে আগামী শুক্রবার সকাল ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রহমাতুল্লাহ’র পরিবার তার দ্রুত রোগমুক্তি কামনায় সবার দোয়া চেয়েছেন।