আইএস নেতা বাগদাদির স্ত্রীও আটকের দাবি এরদোগানের

0

মার্কিন অভিযানে নিহত ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির স্ত্রীকেও আটক করেছে তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বুধবার এ তথ্য জানিয়েছেন। খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে বাগদাদি সুড়ঙ্গে আত্মহত্যা করেছে। তারা এ নিয়ে প্রচারণা চালাচ্ছে।’

আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে তিনি বলেন, ‘তবে আমি প্রথমবারের মতো এখানে ঘোষণা করছি, আমরা তার স্ত্রীকে আটক করেছি এবং তাদের মতো হইচই করছি না। একইভাবে সিরিয়ায় আমরা তার বোন ও ভগ্নিপতিকে আটক করেছি।’

এর আগে সোমবার তুরস্ক জানিয়েছিল, বাগদাদির ৬৫ বছর বয়সী বোন রাসমিয়া আওয়াদ, তার স্বামী, ছেলের বউ ও পাঁচ সন্তানকে আটক করা হয়েছে। আলেপ্পো প্রদেশের আজাজ শহর থেকে তাদের আটক করা হয়।

প্রসঙ্গত, গত মাসে সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় মার্কিন অভিযানের মুখে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন বাগদাদি। এ সময় তার দুই ছেলেও নিহত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com