আওয়ামী দুর্বৃত্ত রাষ্ট্র নয়, জনগণের রাষ্ট্র চাই: রব
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দুর্বৃত্ত রাষ্ট্র নয়, জনগণের রাষ্ট্র চাই। শ্রমজীবী, কর্মজীবী এবং পেশাজীবী জনগণের রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে পেশাভিত্তিক জাতিতে রূপান্তরিত করতে হবে। এটাই হবে বাঙালি জাতীয়তাবাদের তৃতীয় জাগরণ।
গতকাল জেএসডি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নাগরির ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।