লিভারপুলের স্বস্তির জয়

0

হোঁচট খাওয়ার শঙ্কা উড়িয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল লিভারপুর। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিভারপুল। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শিরোপাধারীরা।

ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। নিখুঁত শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড পাবলো ফোরনালস।

৪২তম মিনিটে মোহামেদ সালাহর স্পট কিক থেকে সমতায় ফেরে লিভারপুল। মিশরের এই ফরোয়ার্ডকে ডি-বক্সে মাসুয়াকু ফাউল করলে পেনাল্টি পেয়েছিল লিগের শিরোপাধারীরা।

বিরতির পর ৮৫তম মিনিটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে শাচিরির বাড়ানো চমৎকার পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন জোতা। এ গোলেই চলতি লিগে পঞ্চম জয় নিশ্চিত হয় ক্লপের দলের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com