‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লেখা স্লোগান নিয়ে রাজপথে নামার আহবান মান্নার

0

নাগ‌রিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলে‌ছেন, আগামী ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। এই দিনে সবাইকে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লেখা স্লোগান নিয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।

হাজি সেলিম, ইরফান সেলিমরা একদিনে জন্মায়নি মন্তব্য করে তিনি বলেন, ‘ইরফান সেলিমরা এত দিনে কত মানুষের জমি দখল করেছে, কতজনকে নির্যাতন করেছে? সরকার বছরের পর বছর ধরে এদের লালন-পালন করছে।’

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার বিচারের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, আজ এই সমাবেশে এক নতুন ঐক্যের যাত্রা শুরু হলো। কিন্তু এমন একশ ঐক্য থাকলেও কোনো কাজ হবে না। আন্দোলনের ঐক্য হতে হবে, যা নতুন বাংলাদেশ গড়তে পারবে। এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে ঐক্য না, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে।

রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। এই দিনে সবাইকে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লেখা স্লোগান নিয়ে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com