বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ বিকেলে
আজ বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। দলের পরবর্তী করণীয় ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।
এ বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।