স্টোকসের স্ত্রীকে নিয়ে স্যামুয়েলসের ‘কুপ্রস্তাব’!
সাবেক ক্যারিবীয় তারকা মারলন স্যামুয়েলস। ইংলিশ তারকা অল-রাউন্ডার বেন স্টোকসের স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন ইনস্টাগ্রামে। যদিও আইপিএল খেলতে স্টোকস এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন। স্টোকস-স্যামুয়েলস বিতর্কে ঢুকে পড়েছেন অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। পুরো বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।
বিসিসিআইয়ের আইন অনুযায়ীই আইপিএলে মাঠে নামার আগে ৭ দিনের কোয়ারেন্টিনে ছিলেন স্টোকস। সেই কোয়ারেন্টিন অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘এভাবে বন্দি হয়ে থাকা খুবই খারাপ অভিজ্ঞতা। আমার চরম শত্রুকেও যেন কোয়ারেন্টিনে না থাকতে হয়। আমার ভাই মেসেজ করে জানতে চেয়েছিল, আমি কি একই জিনিসটা মারলন স্যামুয়েলসের ক্ষেত্রেও চাই না? ওকে বালি, না। একেবারেই চাই না। ’
গত কয়েক বছর ধরে স্টোকস-স্যামুয়েলস সম্পর্ক বেশ খারাপ। তবে স্টোকস আসলে স্যামুয়েলসকে নিয়ে কথাটা ঠাট্টা করেই বলেছিলেন। কিন্তু এই ঠাট্টার উত্তরে যে স্যামুয়েলস সরাসরি বিদ্বেষপূর্ণ মন্তব্য করে বসবেন সেটা কে জানত!
স্টোকসকে উদ্দেশ্য স্যামুয়েলস ইনস্টাগ্রামে লেখেন, ‘কোনো শ্বেতাঙ্গ ক্রিকেটার আমার সঙ্গে কখনও পারেনি। আমাকে ১৪ দিন দেওয়ার কথা বলছ বন্ধু? তোমার স্ত্রীকে ১৪ দিনের জন্য পাঠিয়ে দাও। ১৪ সেকেন্ডে জ্যামাইকান করে দেব!’
এরপরই ম্যামুয়েলসের উপর ফেটে পড়ে ক্রিকেট ভক্তরা। মাইকেল ভন টুইট করে লেখেন, ‘মারলন তুমি যা করলে, মেনে নেওয়া যায় না। আমরা সবাই বর্ণবিদ্বেষকে শেষ করতে চাইছি। আর তুমি এভাবে বলে দিলে? অজি লিজেন্ড শেন ওয়ার্ন তো বেশ রেগে গিয়ে লিখেন, ‘সদ্য দেখলাম স্টোকসকে কী বলেছে স্যামুয়েলস! ওর ডাক্তার দেখানো দরকার। এই কারণে স্যামুয়েলসের সাবেক সতীর্থরাও কেউ ওকে দেখতে পারে না। তুমি ক্রিকেটার হিসেবে সাধারণ মানের হতে পারে, কিন্তু তাই বলে কি তোমাকে নিম্নমনের মানুষও হতে হবে?’
এরপর ওয়ার্নকেও ছাড়েননি স্যামুয়েলস। তিনি আবার পাল্টা লিখেছেন, ‘আমাকে কে জ্ঞান দিচ্ছে? যে কিনা নিজেকে তরুণ দেখানোর জন্য মুখে সার্জারি করিয়েছিল!’ (ওয়ার্নকে উদ্দেশ্য করে স্যামুলয়েলসের বাকি কথা প্রকাশযোগ্য নয়)