রাষ্ট্রযন্ত্র- এখন আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে: ডা. শাহাদাত
দেশে আইনের শাসন নয়, এখন শোষণ হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম আদালতে মামলায় হাজিরা শেষে সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, আইনের শাসন, বিচার বিভাগ, রাষ্ট্রযন্ত্র- এখন আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে। দেশে যতদিন পর্যন্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত সাধারণ জনগণ ন্যায়বিচার পাবে না।
তিনি বলেন, আইনের শাসন নয় এখন শোষণ হচ্ছে। শোষণ-নির্যাতনে দিশেহারা দেশের জনগণ। সরকারের সমালোচনা করলেই মামলা। বিরোধীদলের নেতাকর্মীরা মিথ্যা গায়েবি মামলায় জর্জরিত।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী, নগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট আব্দুস সাত্তার সরোয়ার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, নগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।