রাষ্ট্রযন্ত্র- এখন আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে: ডা. শাহাদাত

0

দেশে আইনের শাসন নয়, এখন শোষণ হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম আদালতে মামলায় হাজিরা শেষে সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, আইনের শাসন, বিচার বিভাগ, রাষ্ট্রযন্ত্র- এখন আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে। দেশে যতদিন পর্যন্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত সাধারণ জনগণ ন্যায়বিচার পাবে না।

তিনি বলেন, আইনের শাসন নয় এখন শোষণ হচ্ছে। শোষণ-নির্যাতনে দিশেহারা দেশের জনগণ। সরকারের সমালোচনা করলেই মামলা। বিরোধীদলের নেতাকর্মীরা মিথ্যা গায়েবি মামলায় জর্জরিত।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী, নগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট আব্দুস সাত্তার সরোয়ার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, নগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com