মেক্সিকোতে মাদক চোরাকারবারিদের হামলায় ৯ মার্কিনি নিহত

0

মেক্সিকোর উত্তরাঞ্চলে মাদক চোরাকারবারিদের হামলায় যুক্তরাষ্ট্রের অধিবাসী তিন নারী ও ছয় শিশু নিহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ গত মঙ্গলবার জানিয়েছে, চোরাগোপ্তা হামলায় ৯ জনকে হত্যার পাশাপাশি এক শিশুকে গুলি করে আহত করেছে এবং আরেক শিশু এখনও নিখোঁজ রয়েছে। খবর আলজাজিরা।

মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী আলফোনসো ডুরাজো বলেন, প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্য মনে করে চোরাকারবারিরা ভুল করে ওই হামলা চালিয়েছে মার্কিন নাগরিকদের বহনকারী গাড়িতে।

গুরুতর আহত ৫ শিশুকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্যের ফনিক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার চিহুয়াহুয়া ও সনোরা রাজ্যের মধ্যবর্তী এলাকায় মার্কিন সীমান্তের কাছে ওই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, এখনই সময় সীমান্তে মাদক চোরাকারবারিদের কঠোর হাতে দমন করার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com