বাংলাদেশ-ভারত টেস্টে ধারাভাষ্য দেবেন ধোনি!
ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই ছুটিতে রয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছুটিতে থাকায় বাংলাদেশ সিরিজে নেই ধোনি।
২০১৪ সালে টেস্ট থেকে অবসরে যাওয়া ধোনি, ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির টেস্টে থাকতে পারেন। তবে খেলোয়াড় হিসেবে নন, ধারাভাষ্যকার হিসেবে থাকতে পারেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইডেন টেস্টে স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিতে পারেন ধোনি।
শুধু ধোনিই নন, ভারতের সাবেক সব টেস্ট অধিনায়কদের ‘অতিথি ধারাভাষ্যকার’ হিসেবে বক্সে নিয়ে আসতে চায় ভারতীয় ক্রীড়াভিত্তিক চ্যানেল স্টার স্পোর্টস।
সেখানে ভারতের সাবেক অধিনায়করা টেস্ট ইতিহাসে নিজেদের প্রিয় মুহূর্তগুলো নিয়ে স্মৃতি রোমন্থন করবেন। আর সেই কারণেই ধোনিকে দেখা যেতে পারে কমেন্ট্রি বক্সে। এর আগে কখনই ধারাভাষ্য দেননি ধোনি।
আগামী ২২ নভেম্বর কলকাতায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম দিবা-রাত্রির টেস্ট দেখার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে টেস্ট ম্যাচ দেখতে কলকাতা যেতে পারেন প্রধানমন্ত্রী।