‘সূর্য পশ্চিম দিকে উঠলেও হাসিনা ও তার নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’
সূর্য পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে অস্ত গেলেও শেখ হাসিনার অধীনে বাংলাদেশে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ঢাকা-৫ ও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সব উপনির্বাচন বাতিলের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সোহেল বলেন, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচনে একটাই জিনিস প্রমাণ হয়েছে- তা হচ্ছে হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় তা আমরা জানি কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে অস্ত গেলেও আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সোহেল আরও বলেন, আটলান্টিকের জলরাশি এক রাতেই শুকিয়ে যাওয়া সম্ভব হলেও কিন্তু শেখ হাসিনার অধীনে বাংলাদেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে না।