খোকার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক ও দু:খ প্রকাশ
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, অভিবক্ত ঢাকা সিটি কর্পোরেশনের জনপ্রিয় সাবেক সফল মেয়র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপি ।
শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপি গভীরভাবে শোকাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও রাজধানী ঢাকার উন্নয়নে তাঁর অবদান ছিল অপরিসীম ।