আসুন আওয়ামী ধর্ষকদের প্রতিরোধ করে এ দেশে আবারও গণতন্ত্রকে ফিরিয়ে আনি: মোশাররফ

0

র্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার মাধ্যমে জনগণকে ‘আইওয়াশ’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, মৃত্যুদণ্ড কি ধর্ষণ কমাবে, না এটা কখনও হতে পারে না।যেখানে সরকার অনৈতিক সেখানে অনৈতিক কাজের জন্য কোনো শাস্তির মাধ্যমেই ন্যায় ফিরে আসবে না।

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদের এ মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়।

ড. মোশাররফ বলেন, আজ দেশের ঘাড়ে একটি অবৈধ সরকার বসে আছে। যাদের হাতে বার বার গণতন্ত্র হত্যার শিকার হয়েছে। এখন তারা ধর্ষণের খেলায় নেমেছে। এ সরকারের অস্ত্র গুম-খুন-নির্যাতন-ধর্ষণ-লুটপাট। এর বিরুদ্ধে যখন জনগণ জেগে উঠেছে তখনই জনগণককে আইওয়াশ করতে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে। যেখানে ন্যায়বিচার নেই, সেখানে কীভাবে ন্যায়বিচার জনগণ পাবে?

তিনি বলেন, আমাদের নেত্রীকে অন্যায়ভাবে সাজা দেওয়া হলো, সেখানে সরকারের মুখে ন্যায়বিচারের কথা মানায় না। সব জায়গাতে ক্যাসিনো নিয়ে মেতেছিল দলীয় ক্যাডাররা, জুয়ার আড্ডা হতো, ধর্ষণ তো আগে থেকেই ছিল।  তারা ক্ষমতায় থাকলে গুম-খুন শেষ হবে না। সময় এসেছে প্রতিরোধের, আসুন এই ধর্ষকদের প্রতিরোধ করে এ দেশে আবারও গণতন্ত্রকে ফিরিয়ে আনি, বাংলাদেশকে রক্ষা করি।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় নেতা নিলুফার মনি, হেলেন জেরিন খান প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com