আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে: দুলু
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে হত্যা করেছে। তারা মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ভোট লুটেরায় পরিণত হয়েছে। এ সরকার ক্ষমতায় এসে অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের জেল-জুলুম দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু প্রত্যেক জুলুমের পরিসমাপ্তি আছে। আসন্ন নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে (আত্রাই-রাণীনগরবাসী) গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট চাই।
গতকাল বিকালে নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন উপলক্ষে আত্রাই থানা বিএনপি আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
স্থানীয় চৌধুরী মিল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আত্রাই থানা বিএনপির আহবায়ক আলহাজ আব্দুল জলিল চকলেট। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ধানের শীষের প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নওগাঁ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম ধলু, রফিকুল ইসলাম প্রমুখ।