রায়হান হত্যা: দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি সিসিক মেয়রের
পুলিশি নির্যাতনে রায়হান আহমেদ, ৩৩, এর মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবেন। এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য তদন্তে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার বিভাগীয় তদন্ত করার দাবিও জানান সিসিক মেয়র।
নগরীর আখালিয়া নেহারীপাড়ার বাসিন্দা নিহত রায়হান আহমদের পরিবারকে দেখতে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিক মেয়র নিহত রায়হান আহমদের মা, সন্তান ও স্ত্রীর সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন। নিহত রায়হানের বিদেহি আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এসময় রায়হানের পরিবার অভিযোগ করেন, রোববার রাতে রায়হানকে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন এবং চাঁদা দাবি করা হয়।
রোববার, অক্টোবর ১১, ২০২০, ভোররাতে, পুলিশের নির্যাতনে নিহত হন রায়হান। এ ঘটনার পর নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।