হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী
হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাস বিকৃত নাটক নির্মাণের প্রতিবাদে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ফেরার পথে হঠাৎ অসুস্থ বোধ করেন রিজভী।
এসময় তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেয়া হয় ল্যাব এইড হাসপাতালে। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।