সিলেট সুনামগঞ্জে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৪০

0

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মধুরাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুর মোহাম্মদ (৫০)। তিনি উপজেলার মধুরাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর সঙ্গে তার আপন ভাই জাহিদ চৌধুরীর সম্পত্তি নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিন ধরে। দুই ভাই আমেরিকা প্রবাসী।

লিটনের মৃত্যুর পর দুই পরিবারের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। এ নিয়ে মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মধুরাপুর বাজারে দুই আওয়ামী লীগ নেতার পক্ষে লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হামলায় ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ৪০ জন।

আহতদের দিরাই, সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নুর মোহাম্মদ লিটন গ্রুপের লোক। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com