রাতের ভোটে নির্বাচিত আ.লীগ সরকার মাস্তান ও পুলিশ গুন্ডা বাহিনীর মাধ্যমে ক্ষমতায় টিকে আছে: মান্না-সাকি

0

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, পিটিয়ে, নির্যাতন করে, দমন করে আন্দোলন দমন করতে পারবেন না; সে গুঁড়েবালি। বেগমগঞ্জসহ যত নির্যাতন হয়েছে, সব কটির পেছনেই আছে সরকারি দলের নেতা-কর্মীরা।

নোয়াখালী, সিলেটের এমসি কলেজসহ দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে সচিবালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

গতকাল রোববার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ চলে। সেখানেই সংহতি জানিয়ে কথাগুলো বলেন মান্না। তিনি সরকারি দলের উদ্দেশে বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে পারবেন না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও সমাবেশের সভাপতি জোনায়েদ সাকি বলেন, ‘বিভিন্ন দলের সঙ্গে একসঙ্গে কথা বলার চেষ্টা করছি। এর অর্থ হলো জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করা। মৃত্যুদণ্ড ঘোষণা করলে ধর্ষণ বন্ধ হবে না। প্রতিটি ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, যারা রাতের আঁধারে ভোট কেটে নেয়, তারা মাস্তান ও পুলিশ গুন্ডা বাহিনীর মাধ্যমে টিকে আছে। যখন সে গুন্ডারা ধর্ষণ করে, তাদের বিচার এ সরকার করতে পারবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com