অনিয়মের অভিযোগে ভোট বর্জন বিএনপি প্রার্থীর

0

জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনে ভোট চলাকালে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া সহ নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী আনিছুর রহমান তালুকদার। ভোট চলাকালে শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তিনি ভোট বর্জনের এ ঘোষণা দেন।  

আনিছুর রহমান অভিযোগ করে বলেন,‘নির্বাচনী সবগুলি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোটাররা ভোট দিতে গেলে আ’লীগের মেয়র প্রার্থীর লোকজন ভোট দিতে বাধা দিয়ে নিজারাই নৌকা মার্কায় ভোট দিচ্ছেন। অভিযোগ করলেও প্রশাসন তাদের পাত্তাই দিচ্ছেন না। তিনি বলেন,‘ইভিএম পদ্ধতিতে এই প্রথম এলাকায় ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের অনেক বুঝিয়ে তিনি কেন্দ্রে নিয়ে এসেছেন। কিন্তু প্রশাসন এবং আ’লীগের নেতা-কর্মীরা যোগসাজসী করে দলীয় মেয়র প্রার্থী তৌফিকুল ইসলাম বেলালকে বিজয়ী করার জন্য কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করেছেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com