মাদারীপুরের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার নাজীম

0

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছেন লুৎফুন নাহার নাজীম। তিনি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আইএমডির উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। রোববার এ বিষয়ে বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কে এম আল আমীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাকে নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

প্রসঙ্গত, এর কুমিল্লার বরুড়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন লুৎফুন নাহার নাজীম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com