তিন বোনকে তুলে নেয়ার হুমকি দিলেন আ.লীগ নেতা
গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে খ্রিস্টান সম্প্রদায়ের এক পরিবারের ৩ বোনকে তুলে নেয়ার হুমকি দিয়েছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও তার সন্ত্রাসী দল।
এ ব্যাপারে স্টিফেন গমেজ (৬৬) বাদী হয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন থানার ওসি একেএম মিজানুল হক।
নেতৃত্ব দেয়া ওই আওয়ামী লীগ নেতার নাম আরমান হোসেন আকন্দ (৫০)। তিনি কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
তার সহযোগী সন্ত্রাসীরা হলেন- একই ওয়ার্ডের কাজল (৩২), মামুন (৩৬), আল আমিন (৩৫), ইয়ামিন (৩২), আলম (৩২), যাকোব গ্রেগরী (৬২)।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি নিয়ে স্টিফেন গমেজের সঙ্গে ছোটভাই জন গমেজ ও তার স্ত্রী শেলী গমেজের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এরই মধ্যে জন গমেজের জমির আম-মোক্তারনামা দলিল সূত্রে মালিকানা দাবি করেন ওই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে স্টিফেন গমেজের বাড়িতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। এ সময় স্টিফেন গমেজের ৩ মেয়ে ছাড়া অন্য কেউ বাড়িতে ছিলেন না। এই সুযোগে তাদের বাড়িতে আওয়ামী লীগ নেতা আরমান ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনী গিয়ে কাজে বাধা দিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করেন এবং নিমার্ণ কাজ বন্ধ করে দেন।
বন্ধ করা কাজ আবার চালু হলে স্টিফেন গমেজের কলেজ শিক্ষার্থী ৩ মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি করে তাদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে চলে যান।