নারী নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

0

সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত এই  কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছুদূর এগোনোর পরেই পুলিশ মিছিলে বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, যুবদল নেতা শাহেন শাহ শানু, মোকাররম ভূইয়া, সেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার সামস কেনেডিসহ বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com