মামলা করে, হামলা করে, বিএনপির মতো দলকে নিশ্চিহ্ন করা যাবে না: মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের অধীনে মানুষের জান-মাল, ইজ্জত কিছুই নিরাপদ নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের উদ্দেশে মান্না বলেন, তারা মামলা করে, হামলা করে ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু বুধবারের প্রতিবাদ সমাবেশ, আজকের (বৃহস্পতিবার) সমাবেশ প্রমাণ করে বিএনপির মতো দলকে নিশ্চিহ্ন করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করে, রুখে দাঁড়ায়। একদিন এই সরকারের পতন ঘটবেই।
নারী ও শিশু অধিকার ফোরাম সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।