শেখ জাকির হোসেনের মৃত্যুতে জামায়াত আমীরের শোক

0

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার কর্মপরিষদ সদস্য, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ জাকির হোসেন বুধবার দিবাগত রাত আড়াইটায় ইন্তেকাল করেছেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। তার বয়স ছিল ৫৫ বছর।

শেখ জাকির হোসেন একই সাথে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি, খান জাহান আলী আলিম মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

বৃহস্পতিবার বাদ আসর বাগেরহাট পঁচা দীঘিরপাড় খান জাহান আলী আলিম মাদরাসার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বাগেরহাট সদরের দেওয়ান বাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

শেখ জাকির হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।
শোকবাণীতে তিনি বলেন, শেখ জাকির হোসেনের মৃত্যুতে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারিয়েছি। তিনি ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি সংগঠনের সকল কাজে অংশগ্রহণ করতেন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

তিনি আরো বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে বেহেশত দান করুন ও তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com